সোহেল রানা, মৌলভীবাজার : জেলার কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেল গেইটের পশ্চিমে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স অনুমানিক ২৫ বছর হবে। লাউয়াছড়া বন বিট কর্মকর্তা রেজাউল করিম জানান, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি। ধারণা করা হচ্ছে সে উদ্যানে বেড়াতে এসেছিলো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।