রোকনুজ্জামান মিলন, ঝিনাইদহ : ‘কী মজার ঘর বেঁধেছে, মোর সাইজি ‘জিন্দা দেহে মুরদা বসন, থাকতে কেন পরনা, মন তুমি মরার ভাব জানো না, মরার আগে না মরিলে পরে কিছুই হবে না/ আমি মরে দেখেছি, মরার বসন পরেছি, কয়েকদিন বেঁচে আছি, তোরা দেখবি যদি আয় পাগলা কানাই বলতেছি।’
এরকম অসংখ্য দেহতত্ত্ব, জারি, বাউল, মারফতি, ধূয়া, মুর্শিদী গানের রচয়িতা মরমী কবি পাগলা কানাইয়ের ১২৭তম মৃত্যুবার্ষিকী আজ।
এই উপলক্ষে কবির জন্মভিটা ঝিনাইদহ সদর উপজেলায় বেড়বাড়ি গ্রামে পাগলাকানাই স্মৃতি সংরক্ষণ সংসদ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছ্,ে সকাল ৯টায় কবির মাজারে পুষ্পমাল্য অর্পণ, সাড়ে ৯টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল, দুপুর ২টায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিকাল সাড়ে ৫টায় কবির রচিত গানের অনুষ্ঠান।
ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু ইউসুফ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়াদ্দার, সচিব রেজাই রাফিন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।