• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

নারায়ণগঞ্জে ৫ খুন বাদীর সাক্ষ্য গ্রহণ

প্রকাশের সময় : July 13, 2016, 12:00 am

আপডেট সময় : July 12, 2016 at 9:40 pm

 

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৫ খুন মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন মামলার বাদী ও প্রধান আসামী মাহফুজের মামা শফিকুল ইসলাম। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার একমাত্র আসামী ভাগ্নে মাহফুজের উপস্থিতিতে দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে ২টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. ওয়াজেদ আলী খোকন  জানান, মঙ্গলবার মামলার বাদী শফিকুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। যেহেতু এদিন বাদী আদালতে সাক্ষ্য দিয়েছেন তাই দীর্ঘ সময়ের কারনে শুধুমাত্র একজনেরই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আদালত পরে জানাবেন। আর আসামীপক্ষে আইনজীবী হিসেবে সাক্ষী বাদী শফিকুল ইসলামকে জেরা করেন জেলা লিগ্যাল এইড এর আইনজীবী এড. সুলতানুজ্জামান।

উল্লেখ্য, ১৬ জানুয়ারী শহরের বাবুরাইল এলাকার আশেক আলী ভিলার নীচ তলায় গৃহকর্তা শফিকের বাসায় অবস্থান করে নির্বিঘেœ গৃহকর্ত্রী তাসলিমা (৩৫), তার শিশু সন্তান শান্ত (১০), সুমাইয়া (৭), ভাই মোরশেদুল (২২) ও জাঁ লামিয়া বেগম (২০) কে শ্বাসরোধ ও শিল পোঁতা দিয়ে পিটিয়ে একাই হত্যা করে বাসায় নতুন তালা দিয়ে পালিয়ে যায় শফিকের ভাগ্নে মাহফুজ।

পরে পুলিশ ভাগ্নে মাহফুজকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। সে পুলিশকে জানায় মামী লামিয়া প্রতি যৌন লালসা মেটাতে ব্যার্থ হয়ে সে একাই শিল পোঁতা দিয়ে আঘাত করে একে একে পাঁচ জনকে হত্যা করে। এরপর ভাগ্নে মাহফুজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)