মো. সাইফুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) : কাহারোল ডিগ্রী কলেজকে জাতীয়করণের দাবিতে মঙ্গলবার কাহারোল কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বেলা ১১টায় কাহারোল বাজার আমতলা মোড়ে মানব বন্ধ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অংশ নেন।
কর্মসূচীতে বক্তারা বলেছেন কাহারোল ডিগ্রী কলেজ ১৯৮৪ সালে স্থাপিত হয়। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি অতি গুরুত্বের সঙ্গে পড়া লেখার মান চালিয়ে প্রশংসা অর্জন করেছে। কাহারোল উপজেলায় কোন সরকারি কলেজ না থাকলেও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার জননেত্রী শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় ১টি করে কলেজ সরকারী করণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় কাহারোল উপজেলা সদরে অবস্থিত কাহারোল ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকা ভূক্ত না হয়ে উপজেলা সদর হতে ১৬ কি.মি. দূরে অবস্থিত জয়নন্দ ডিগ্রি কলেজকে সরকার জাতীয়করণের প্রাথমিক তালিকাভূক্ত করেছেন। এই ঘটনায় কাহারোল উপজেলা সদরের সুশীল সমাজসহ সর্ব স্তরের শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবকরা হতাশ হয়েছেন। বক্তরা আরো বলেছেন মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী উপজেলা সদরে অবস্থিত কাহারোল কলেজকে জাতীয়করণের লক্ষ্যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।