• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

প্রকাশের সময় : July 13, 2016, 12:00 am

আপডেট সময় : July 12, 2016 at 9:52 pm

তানজিনুল হক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার সকালে বাসাইল উপজেলার করাতিপাড়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন এবং করটিয়া হাট বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একটি শিশু নিহত হয়।

নিহতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজানবুচাগাড়ি গ্রামের কামেল উদ্দিনের ছেলে অজিদ (৩০) ও মির্জা সাদিয়া (৫)। বাসাইল থানার ওসি নুরুল ইসলাম খান জানান, ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক মারা যান। এসময় আহত হন আরো ১১ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আরো তিনজনের মৃত্যু হয়। অপরদিকে, পুলিশ জানায়, সকালে জেলার ঘাটাইল উপজেলা থেকে বাবা মির্জা আরফান ও মা মোস্তাকিমার সঙ্গে মোটরসাইকেলে করে দেলদুয়ার যাচ্ছিল সাদিয়া। পথে করটিয়া হাট বাইপাস এলাকায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাদিয়ার মৃত্যু হয়। এসময় আহত হন তার বাব-মা।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)