মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) : ধামইরহাটে এক বিরল প্রজাতির প্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক জানান, ১১ জুলাই সোমবার বিকেলে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত চান্দু মূর্মুর পুত্র বিশ্বলাল মূর্মু বিরল প্রজাতির ওই প্রাণিটি গ্রামের পার্শে জঙ্গলে দেখতে পায়ে সেটি ধরে ফেলে।
এলাকাবাসী জানান, প্রাণিটির শরীর থেকে আতপ চালের মত সুগন্ধ বের হলে জনমনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিনের সহযোগিতায় গন্ধগোকুলটি উদ্ধার করে বনবিট অফিসে নিয়ে আসেন।
উদ্ধারকৃত গন্ধগোকুলটি এক নজর দেখার জন্য মঙ্গলবার সকাল থেকে ধামইরহাট বনবিট অফিসে হাজারও উৎসুক জনতা ভীড় জমায়। বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক জানান, আটক কৃত ওই গন্ধগোকুলটি আলতাদিঘী জাতীয় উদ্যানের দু’শ বছরের পুরাতন শালবনে শিঘ্রই অবমুক্ত করা হবে। উল্লেখ্য যে, ইতোপূর্বেও কয়েকটি গন্ধগোকুল বনবিট কর্মকর্তা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বনে ছেড়ে দেয় এবং সেগুলি সুস্থ অবস্থায় বনের মধ্যে বিচরন করছে। প্রাণীটি কোন ক্ষতিকর প্রাণী নয়। এ ব্যাপারে ধামইরহাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বলেন, আলতাদিঘী জাতীয় উদ্যানে ভ্রমন পিপাসুদের মাঝে উৎফুল্লতা ও প্রাণীটির প্রজননের কথা বিবেচনায় রেখে প্রাণিটি জাতীয় উদ্যানে ছেড়ে দেয়ায়ই শ্রেয়।