• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

পেশওয়ার স্কুলে হামলার মূল হোতা মার্কিন ড্রোনহামলায় নিহত

প্রকাশের সময় : July 13, 2016, 12:00 am

আপডেট সময় : July 12, 2016 at 11:37 pm

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশাওয়ারে আর্মি পাবলিক স্কুলে হামলাকারী তালেবান নেতা উমর মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক উচ্চপদস্থ কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতের বিষয়ে পাকিস্তান কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ট্রিবিউন এক্সপ্রেস জানায়, রোববার আফগানিস্তানের নোঙ্গরহর প্রদেশের আচিনে বন্দর এলাকায় ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে আর্মি পাবলিক স্কুলে হামলার নীলনকশা প্রণয়নকারী উমর মনসুরসহ আরও চার তালেবান নেতা নিহত হয়েছেন। তবে কর্মকর্তারা জানান, হামলার সময় উমর মনসুর সেখানে উপস্থিত ছিলেন কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা দৃশ্যমান প্রমাণের জন্য অপেক্ষা করছি। এর আগে শতভাগ নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’ উমর মনসুর ওরফে আওরঙ্গজেব তালেবান চালিত তারিক গিদার দলের সদস্য। এই দল পাকিস্তানের পেশওয়ারে আর্মি পাবলিক স্কুল, পেশওয়ার বিমানবন্দর ও বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে শতাধিক শিক্ষার্থীসহ ১৪৪ জনকে হত্যা করে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)