আন্তর্জাতিক ডেস্ক : স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে উত্তর কোরিয়া তাদের পরমাণু পরীক্ষা কেন্দ্র সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখতে সেখানে জোর কার্যক্রম চালাচ্ছে। সোমবার মার্কিন থিঙ্কট্যাঙ্ক একথা জানায়। বাসস
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইউএস-কোরিয়া ইনস্টিটিউট জানায়, গত ৭ জুলাই থেকে স্যাটেলাইটে পাওয়া বিভিন্ন ছবি থেকে মনে করা হচ্ছে উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষা কেন্দ্র পুঙ্গি-রিতে পরমাণু পরীক্ষা সংশ্লিষ্ট সরবরাহ জোরদার করা হয়েছে। তারা গত জানুয়ারিতে এ কেন্দ্র থেকে তাদের চতুর্থ পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
এ পরীক্ষা চালানোকে কেন্দ্র করে কোরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।