আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে ও ইহুদিদের মালিকানাধীন একটি ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে যজম দুইভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অপর দুজনও আপন ভাই-বোন বলে সোমবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। ব্রান্ডন লি এবং টনি লি থুলসি নামের ওই দুই যমজসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্ত্র নিয়ে হামলাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার হাঙ্গওয়ানি মুলাউদজি। তিনি দেশটির পুলিশের অভিজাত ইউনিট ‘হক্স’ এর মুখপাত্র।
রোববার জোহানেসবার্গ থেকে এ চারজনকে গ্রেপ্তার করা। গ্রেপ্তার অপর দুই ভাইবোনের নাম ফাতিমা ও ইব্রাহিম মোহাম্মদ প্যাটেল বলে জানিয়েছেন তিনি।
আদালতে শুনানি হওয়ার আগে ১৯ জুলাই পর্যন্ত তারা পুলিশ হেফাজতে থাকবে বলে জানিয়েছেন মুলাউদজি। অভিযোগপত্রের বরাত দিয়ে নিউজ টোয়েন্টিফোর সংবাদ সংস্থা জানিয়েছে, ওই যমজ বিমানযোগে সিরিয়া যাওয়ার উদ্যোগ নিয়েছিল।
এই যমজ ভাইয়ের দিকে ইঙ্গিত করে মুলাউদজি বলেন, ‘সন্দেহভাজনরা যুক্তরাষ্ট্রের দূতবাসে ও ইহুদিদের ভবনে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনার বিষয়ে কথা বলেছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।’ এখন পর্যন্ত প্যাটেল ভাইবোনের বিরুদ্ধে অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জানামতে দেশটিতে কোনো জঙ্গি গোষ্ঠী নেই। তবে দেশটির বিপণীবিতানগুলোতে বিদেশিদের ওপর হামলা হতে পারে বলে জুনে উচ্চ সতর্কতা জারি করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।