আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির নতুন সরকারের শপথ পড়িয়েছেন। রাজধানী দামেস্কে সোমবার এ শপথ অনুষ্ঠান হয়। এর আগে গত ২২ জুন প্রেসিডেন্ট বাশার আসাদ সিরিয়ার সাবেক বিদ্যুতমন্ত্রী ইমাদ খামিসের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য ডিক্রি জারি করেন। আইআরআইবি
শপথ অনুষ্ঠানে আসাদ বলেন, সিরিয়ার জনগণের মধ্যে নতুন সরকার সম্পর্কে রয়েছে উঁচু পর্যায়ের আশা। এ আশা পূরণে এবং দেশের জটিল পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যদেরকে দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। আসাদ বলেন, দেশের নাগরিক অধিকারের বিষয়টি স্বচ্ছতার সঙ্গে দেখভাল করতে হবে এবং একই সময়ে সরকারের প্রচেষ্টা সম্পর্কে তাদেরকে অবহিত রাখতে হবে; এমনকি সরকার যদি তাদের আশা পূরণে ব্যর্থও হয়। প্রেসিডেন্ট বাশার আসাদ আরো বলেন, জাতীয় গণমাধ্যমগুলোকে শুধুমাত্র সরকারের কণ্ঠস্বর না হয়ে নাগরিকদের স্বার্থে কাজ করতে এবং তাদের উদ্বেগগুলোকে চিহ্নিত করতে হবে। প্রেসিডেন্ট আসাদ জোর দিয়ে বলেন, জনগণের জীবনমানের অবস্থা অবশ্যই সরকারের কাছে প্রাধান্য পাবে।
শপথ নিয়ে নতুন সরকারের মন্ত্রীরা বলেছেন, দেশের কঠিন পরিস্থিতি তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে এবং জনগণের কষ্ট লাঘব করতে আরো বেশি প্রতিজ্ঞাবদ্ধ করবে।
সিরিয়ার নতুন সরকারের মন্ত্রিসভায় ২৬ জন মন্ত্রী এবং পাঁচজন উপদেষ্টা রয়েছেন। প্রেসিডেন্ট বাশার আসাদ ক্ষমতায় আসার পর এই নিয়ে ছয়টি সরকার গঠিত হলো।