এল আর বাদল : বাংলাদেশ -ইংল্যান্ড সিরিজ নিয়ে দোটানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ঢাকা সফরে আপত্তি জানিয়ে দুই দেশের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে। কিন্তু বিসিবির ‘না’।
আগামী ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড দলের। তবে চলতি মাসের শুরুর দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা জাগে। ইসিবি জানিয়েছিল, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। এরপর সরকারের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। আর গুলশানের ঘটনায় ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক ইয়ান মরগান ইঙ্গিত দিয়েছেন নিরপেক্ষ ভেন্যুর। তিনি বলেছেন, যদি পরিস্থিতি উদ্বেগজনক হয়, তাহলে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি আয়োজন করা যেতে পারে। তবে ইংল্যান্ড সিরিজে নিরপেক্ষ ভেন্যুর পক্ষে নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরপেক্ষ ভেন্যুতে খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, একটা দেশে ক্রিকেট খেলা বন্ধ হতে পারে না। এফটিপি কমিটমেন্ট পুরো করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশ -ইংল্যান্ড সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক বলেছেন, দেশের মাটিতেই সিরিজ অনুষ্ঠিত হবে। যদি ইংল্যান্ড সম্মত না হয়, তাহলে আমাদের কিছু করার থাকবে না। বিসিবি কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে না। তারা বলেন, এই সিরিজ নিয়ে আমরা রীতিমত দোটানায় ভুগছি।