স্পোর্টস ডেস্ক: এ উদযাপন যেন শেষ হবার নয়। হবেই বা কেন? পর্তুগালের ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা জিতলো দলটি। ফলে প্যারিস থেকে ফিরে নিজ শহর লিসবনেও সংবর্ধনা পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।
ইউরোর ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে কাঁদিয়ে শিরোপা উৎসবে মাতে পর্তুগাল। অতিরিক্ত সময়ে এডারের গোলে জিতে আসরে চমক দেখায় ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। এর আগে ২০০৪ সালে ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিলো লুইস ফিগোদের। সেবার ফেভারিট হয়েও গ্রিসের কাছে হেরে বসে পর্তুগিজরা। তবে এবারের আসরে শেষ পর্যন্ত ট্রফিতে চুমু খায় দলটি। সোমবার (১১ জুলাই) শিরোপা জিতে দেশে ফেরে পর্তুগাল। আর দেশে ফিরেই একের পর এক অভ্যর্থনা পেতে থাকেন রোনালদো-ন্যানিরা। তাদের বিমান মাটিতে নামার সঙ্গে সঙ্গেই লাল ও সবুজ পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়।
পরে লিসবনে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে সংবর্ধনা জানায় দলটিকে। এর পর খোলা বাসে দলের ফুটবলাররা পুরো শহর ঘুরে বেড়ান।