স্পোর্টস ডেস্ক : আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে অলিম্পিকের আসর। দশ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেবেন এই আসরে। ২৮টি খেলার মোট ৩০৬টি ইভেন্টে লড়বেন তারা। তবে নিষেধাজ্ঞার কারণে এই আসরে খেলতে পারবেন না মারিয়া শারাপোভা (মাশা)। কেননা তার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। ২৯ বছর বয়সী রুশ তারকা গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সময় নিষিদ্ধ ড্রাগ নেওয়ার জন্য নির্বাসিত হন। শারাপোভার খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে কোর্ট আবার বসবে আগামী সেপ্টেম্বরে। দু’মাসের সময় চেয়েছে কোর্ট। সিদ্ধান্তটা আরো দু’মাসের জন্য স্থগিত রাখায় রিও অলিম্পিকে তার খেলার সব আশাই শেষ হয়ে গেল।
কোর্ট অফ আর্বিট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শারাপোভাকে যে নির্বাসিত করা হয়েছিল, তা কমানোর জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। তবে ১৯ সেপ্টেম্বরের তাকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে।