• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

খেলা

তৃতীয় বিয়ে করলেন পেলে

প্রকাশের সময় : July 13, 2016, 12:45 am

আপডেট সময় : July 13, 2016 at 12:45 am

এল আর বাদল : তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল গ্রেট পেলে তৃতীয় বিয়ে করেছেন। সাও পাওলোর উপকূলবর্তী গুয়ারুজার একটি রিসোর্টে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্ধবী জাপানিজ মার্সিয়া সিবেলে আওকির সঙ্গে দীর্ঘ অপেক্ষার পর গাঁটছড়া বাঁধেন তিনবারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তী ফুটবলার। পেলের স্ত্রী পেশায় একজন ব্যবসায়ী।
জাপানি নারী আওকির সঙ্গে পেলের ৩২ বছর আগে পরিচয় হয়েছিল। মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন। ২০১০ সালে আবারো দেখা। তখন থেকেই দু’জনের মধ্যে মন দেয়া-নেয়া শুরু। যা এবার রূপ নিলো শুভ পরিণয়ে। ৭৫ বছর বয়সী পেলের চেয়ে স্ত্রী আওকি ২৫ বছরের ছোট।
১৯৬৬ সালে প্রথম বিয়ে করেছিলেন পেলে। ষোলো বছরের দাম্পত্য জীবনের পর ১৯৮২ সালে রোসেমেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ১৯৯৪ সালে মনস্তাত্ববিদ আসিরিয়া লেমোসকে জীবনসঙ্গীনী করেন। যা টিকে ছিলো ১৪ বছর। এবার তার জীবনের নতুন ইনিংসটি কতদূর যায় সেটাই দেখার।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)