• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

বাহাই সম্প্রদায়ের নেতাকে হত্যাচেষ্টা
জেএমবির ৬ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রকাশের সময় : July 13, 2016, 1:27 am

আপডেট সময় : July 13, 2016 at 1:27 am

 

রংপুর প্রতিনিধি : রংপুর শহরে বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে (৪৪) গুলি করে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এদের মধ্যে পাঁচজনই জাপানি নাগরিক কুনিও হোশি হত্যামামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

রুহুল আমিনকে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গত ৩০ জুন রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে দাখিল করে পুলিশ। বিষয়টি মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক হোসেন আলী। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেনÑ রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা ও পীরগাছা-কাউনিয়া এই দুই উপজেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩) ও ইসাহাক আলী (৩৪), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাদ্দাম হোসেন (৩২) ও আহসানউল্লাহ আনসারি (৩১), পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম (২৬) এবং লালমনিরহাটের বানভাসা এলাকার মোসাব্বেরুল আলম খন্দকার (২২)। এদের মধ্যে প্রথম পাঁচজন কুনিও হত্যা মামলারও অভিযোগপত্রভুক্ত আসামি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হোসেন আলী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহকারী (পিএস) রুহুল আমিনকে গুলি করার সময় মোটরসাইকেলে ছিলেন মাসুদ, ইসাহাক ও মোসাব্বেরুল। রুহুল আমিনকে পর পর দুটি গুলি করেন মাসুদ ও মোসাব্বেরুল। মামলার আসামিদের সবাই জেএমবির সদস্য।

গত বছরের ৮ নভেম্বর সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে রুহুল আমিনের উপর হামলা হয়। তার গলায় দুটি গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন তিনি। সম্পাদনা : প্রিয়াংকা

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)