• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

নিখোঁজ বাসারুজ্জামানও নর্থ সাউথের ছাত্র

প্রকাশের সময় : July 13, 2016, 1:29 am

আপডেট সময় : July 13, 2016 at 1:29 am

আজাদ হোসেন সুমন : নিখোঁজ বাশারুজ্জামান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গুলশানে আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর নিখোঁজ যে ১০ যুবকের তালিকা দেওয়া হয়েছে, তাদের মধ্যে মোহাম্মদ বাসারুজ্জামানও লেখাপড়া করেছেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। গণমাধ্যমে ছবিসহ সংবাদ প্রকাশের পর গ্রামের বাড়ির লোকজন বাসারুজ্জামানের নিখোঁজ থাকার বিষয়টি জানতে পারেন।

বাসারুজ্জামান রাজশাহীর তানোর উপজেলার লালপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনের ছেলে। সিরাজ উদ্দিন তানোর উপজেলা আওয়ামী লীগের সদস্য।

২০০৭ সালে বাসারুজ্জামান নর্থ সাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হওয়ার পর থেকে বাড়ির সঙ্গে তার যোগাযোগ কমে গিয়েছিল। বছর দুই আগে ঢাকায় বিয়ে করার পর তা আরও কমে যায়। গত ১ জুলাই গুলশানে হামলাকারী যুবকদের সবাই বেশ কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন, যাদের মধ্যে নিবরাস ইসলাম ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র। শোলাকিয়া ঈদগাহের হামলাকারী আবির ছিল একই বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালে মিরপুরে রাজীব হত্যাসহ দেশের বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও নাশকতামূলক তৎপরতায় এ বিশ্ববিদ্যালয়টির একাধিক ছাত্র জড়িত ছিল।

সূত্র জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী ঢাকার তেজগাঁওয়ে তার যে ঠিকানা দিয়েছে, সেটি তার শ্বশুরবাড়ির ঠিকানা। নিখোঁজ হওয়ার আগে ওই বাসায়ই তিনি ছিলেন

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘চাকরি পাওয়ার পর ঢাকার তেজগাঁও এলাকায় বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকত। বিয়ের পর মাত্র একবার গ্রামের বাড়ি গিয়েছিল। ৬/৭ মাস আগে বাশার দুমাসের জন্য অফিসের কাজে মালয়েশিয়া যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, পরিবারের সঙ্গেও সে যোগাযোগ করেনি। আওয়ামী পরিবারের সদস্য হয়ে জঙ্গিবাদে জড়াবে এটা মানতে বিশ্বাস করতে নারাজ পরিবারের সদস্যরা। সম্পাদনা : সুমন ইসলাম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)