আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে সহিংসতার পর গতকাল থেকে কাজের নতুন এক সপ্তাহ শুরু হলো। লুইসিয়ানা ও মিনেসোটায় দুই আফ্রিকান আমেরিকান পুরুষকে পুলিশ খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এবং টেক্সাসের ডালাসে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের সময় এক বন্দুকধারী ৫ পুলিশ অফিসারকে হত্যা করে। পুলিশের কথিত নৃশংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। ভিওএ
ডালাসে পুলিশ বলেছে, বন্দুকধারী মাইকা জেভিয়ার জনসনের আরও ক্ষতি সাধনের ইচ্ছা ছিল। পুলিশপ্রধান ডেভিড ব্রাউন বলেন ‘আমরা এ বিষয়ে নিশ্চিত যে, সন্দেহভাজন ওই ব্যক্তির অন্যান্য পরিকল্পনা ছিল। তিনি মনে করেছিলেন যে, তিনি যা করছেন তা ন্যায়নিষ্ঠ এবং তিনি মনে করেন যে, তিনি আইন কার্যকর বাহিনীকে তার লক্ষ্যবস্তু করবে। তিনি মনে করেছিলেন অস্তোঙ্গদের শাস্তি দেওয়ার পুলিশের প্রচেষ্টার জন্য তাদের মূল্য দিতে হবে।’ ডালাস পুলিশ জনসনের পরিকল্পনা ভ-ুল করে দেয় যখন তারা রোবোটের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটায় যেখানে জনসন আটকা পড়েছিল। সম্পাদনা : ইমরুল শাহেদ