• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

রাজশাহীতে যৌতুক দাবিতে গৃহবধূর হাত পা ভেঙে দিলেন স্বামী

প্রকাশের সময় : July 13, 2016, 1:33 am

আপডেট সময় : July 13, 2016 at 1:33 am

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীতে যৌতুক দাবিতে রিফাহ তাসফিয়া সালাম (২১) নামের এক গৃহবধূর হাত-পা ভেঙে দিয়েছেন স্বামী। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন ওই গৃহবধূ। গতকাল মঙ্গলবার এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূর মা হোসনে আরা পারভীন।

আহত রিফাহ তাসফিয়া সালাম নগরীর ডিঙ্গাডোবা এলাকার শামিউল হক সোহাগের স্ত্রী। কয়েক বছর প্রেমের পর দুবছর আগে ঘর বাঁধেন তারা। এ দম্পতির ছয় মাস বয়সি এক মেয়ে সন্তানও রয়েছে।

রাজপাড়া থানার ওসি আমানুল্লাহ বলেন, ঘটনা তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, বিয়ের পর থেকেই যৌতুক দাবিতে প্রায় স্ত্রীকে নির্যাতন করতেন সোহাগ। এরই মধ্যে মেয়ের সুখের কথা ভেবে সোহাগকে দেড় লাখ টাকা দিয়েছে তাসফিয়ার পরিবার। তবুও কমেনি নির্যাতনের মাত্রা। উল্টো যৌতুক দাবিতে আরও বেপরোয়া হয়ে ওঠে সোহাগ ও তার পরিবারের।

সোমবার বিকেলে সোহাগ, তার মা জাহানারা বেগম সুজি (৫০), বাবা ফজলুল হক (৫৬), ভাই ফয়সাল (৩০) ও সজিব (২৮) লোহার পাইপ দিয়ে তাসফিয়াকে বেধড়ক পেটান। খবর পেয়ে ওই দিন রাতে তাসফিয়াকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন তার পরিবারের সদস্যরা। পরে মঙ্গলবার তাকে ওসিসিতে নেওয়া হয়।

তাসফিয়ার মামা ফজলে রাব্বি জানান, ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই নির্যাতন চলতো তাসফিয়ার উপর। তারা তার স্বামী সোহাগকে বোঝানোর চেষ্টা করেছেন। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে সোহাগের পরিবার। সোমবার তাকে পুরো পরিবার মিলে নির্দয়ভাবে পিটিয়েছে। এতে তার বাম পা ও ডান হাত ভেঙে গেছে। বুকের পাঁজরেরও দুটি হাড় ভেঙেছে। এছাড়াও মাথায় গুরুতর আঘাত থাকায় ১৭টি সেলাই পড়েছে। সম্পাদনা : প্রিয়াংকা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)