• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

জাকির নায়েকের পাশে দাঁড়ালেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি তারিক জামিল

প্রকাশের সময় : July 13, 2016, 1:33 am

আপডেট সময় : July 13, 2016 at 1:33 am

ওয়ালি উল্লাহ সিরাজ : জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে তার পক্ষে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বিশ্বখ্যাত দায়ী মাওলানা তারিক জামিল। তিনি বলেন, ‘আমরা জাকির নায়েককে প্রায় এক দশক ধরে শুনছি। আর আমি কখনও কোনো বক্তৃতায় তাকে সহিংসতার উস্কানি দিতে বা ঘৃণা ছড়াতে দেখিনি।’

১০ জুলাই নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারিক জামিল বলেন, ‘বরং তিনি (জাকির নায়েক) সব সময় যে কোনো ধর্মের বিরুদ্ধেই সব ধরনের সহিংসতার বিরোধিতা করেছেন।

জাকির নায়েক সত্যের পক্ষে আছেন উল্লেখ করে এ প্রখ্যাত আলেম বলেন, ‘তিনি সত্যের পক্ষে আছেন তাই আমরাও তার পক্ষে আছি।’

কুচক্রীদের প্রতি কথিত সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগের পক্ষে একটা স্পষ্ট প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারিক জামিল বলেন, আমি ১১০% নিশ্চিত আপনারা এ বানোয়াট অভিযোগের পক্ষে একটা প্রমাণও আনতে পারবেন না।

উল্লেখ্য, মাওলানা তারিক জামিলের লাইক পেজটিতে ৪৩৯,১৫৪ জন ফ্যান রয়েছেন। এখান থেকে নিয়মিত তার কার্য বিবরণী ও বয়ান আপলোড করা হয়। সম্পাদনা : রাশিদ রিয়াজ

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)