মিজান লিটন, চাঁদপুর : চাঁদপুর জেলার পাশ্বর্বর্তী শরিয়তপুর জেলার সখিপুর আফামোল্লা গ্রামে বিষধর গোখরো সাপের দংশনে ২ সন্তানের জননী গৃহবধু পারভিন বেগম (৩২) মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ পারভিন বেগমকে দংশন করে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দেখতে পায় পারভিন বেগমমের পায়ে সাপের কামড় রয়েছে। তাৎক্ষনিক আত্মীয় স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে পারভিন বেগম মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন খান জানান।