আবুল বাসার আব্বাসী, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় দুর্বৃত্তদের ছোড়া এসিড সন্ত্রাসের শিকার হয়েছে এক প্রবাসীর অন্তঃস্বত্ত্বা স্ত্রী পারুল আক্তার(২৫)। ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে ছোড়া এসিড নিক্ষেপে গৃহবধু পারুলের গলা ও হাত-পা’সহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। সে এখন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পারুল ওই গ্রামের দুবাই প্রবাসী হোসেন আলীর স্ত্রী এবং পার্শ্ববর্তী সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের নুরু মিয়ার মেয়ে।
পারুল আক্তার জানান, তাদের ৭ বছরের একটি ছেলে আছে। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। ছুটি শেষে সাত মাস আগে আবার দুবাই চলে গেছেন হোসেন। সেখানে যাওয়ার কিছুদিন পরে কোনো কারণ ছাড়াই মুঠোফোনে মৌখিকভাবে তাকে তালাক দেন হোসেন। লিখিতভাবে তালাকের কাগজপত্র না পাওয়ায় ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতেই থাকছেন তিনি। কিন্তু হোসেনের পরামর্শে শাশুড়ি ও দেবরসহ বাড়ির লোকজন তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করছিলেন। এমনকি বাবার বাড়িতে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও করছিলেন তারা। এ নিয়ে কয়েকবার ঘরোয়া আলোচনাও করা হয়।
এরই মধ্যে গতরাতে নিজ ঘরে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন পারুল। রাত ২টার দিকে খোলা জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং শরীরে ঠান্ডা পানি ঢালেন। কে বা কারা এসিড নিক্ষেপ করেছে, তা বলতে পারেননি ওই গৃহবধূ। তবে তাকে তাড়াতে স্বামীর বাড়ির কেউ এসিড নিক্ষেপ করেছে বলে ধারণা করছেন তিনি।
পারুলের বাবা নুরু মিয়া জানান, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, ওই গৃহবধূকে চিকিৎসা সনদপত্র অনুযায়ী ও অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।