একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহের জের ধরে ছেলের লাথিতে প্রাণ হারালেন ৯০ বছর বয়সি এক বৃদ্ধা মা।
নির্মম এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার রাইপুর ডাঙ্গাপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ছেলে তবিবর (২৮) কে গ্রেফতার করেছে।
জানা যায়, ওই গ্রামের মৃত জহির উদ্দীনের স্ত্রী দেলজান বেওয়া (৯০) দীর্ঘদিন থেকে তার ছোট ছেলে তবিবরের সংসারে থাকতেন। মা-ছেলের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মায়ের পাঁজরে লাথি মারে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পরলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায় যাবার পথে মারা যান। এ ব্যাপারে নিহতের বড় ছেলে দেলবর হোসেন আত্রাই থানায় মামলা করেছেন।
আত্রাই থানার ওসি (তদন্ত) ছামছুল হক জানান, তবিবরকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত চলছে।