শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে গিয়াসউদ্দিন (৩২) নামের এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ ধরে নিয়ে গিয়ে রাইফেলের বাট দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই সীমান্তে পতাকা বৈঠকে মাধ্যমে বিএসএফ কৃষককে বিজিবির কাছে হস্তান্তর করে। বিএসএফের হাতে আহত কৃষক উপজেলার সীমান্তবর্তী বাড়াদী গ্রামের আব্দুল মজিদের ছেলে। তাকে দর্শনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হচ্ছে।
এলাকাবাসী ও বিজিবি জানায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বাড়াদী গ্রামের কৃষক গিয়াসউদ্দিন সীমান্তের ৮৩ নং মেইন পিলারের ২ শ গজ দূরে শূন্য রেখায় পাট ক্ষেতে ওষুধ দিচ্ছিল। এ সময় ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার গবিন্দপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে রাইফেলের বাট দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। সংবাদ পেয়ে বেলা ১২ টার দিকে বাড়দী বিজিবি ক্যাম্পের কমান্ডার প্রতিবাদ জানিয়ে আটক বাংলাদেশী কৃষককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়ার আহবান জানিয়ে বিএসএফকে পত্র দেয়। পত্র পেয়ে বিএসএফ সন্ধা সাড়ে ৬ টার দিকে বাড়াদি সীমান্তের ৮৩ নং মেইন পিলারের নিকট বিজিবির সাথে পতাকা বৈঠকে মিলিত হয়ে আটক বাংলাদেশী কৃষককে ফেরত দেয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের দেশের (বাংলাদেশের) কোন নাগরিক শূন্য রেখা অতিক্রেম করে ভারতের ভূখন্ডে প্রবেশ করলে বিএসএফের কাছে আমরা বিব্রত হই।