মো. ইউসুফ আলী, দিনাজপুর : জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ১৬ জুলাই ২০১৬ শনিবার পালন উপলক্ষে দিনাজপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১৩ জুলাই সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অমলেন্দু বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।
উক্ত কর্মশালায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুর পৌরসভাসহ জেলায় ২ হাজার ৭৫১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩৪ হাজার ৭১১ জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা (ভিটা-এ) ২,৮৭,৮৬৮ জন। স্থায়ী কেন্দ্র ১৬টি। অস্থায়ী কেন্দ্র (ইপিআই আউট রিচ সেন্টার)-(পৌরসভাসহ) ২,৫৯৪টি। অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) ১৪১টি। মোট ২,৭৫১টি (বাস স্টেশন, রেল স্টেশন, লঞ্চঘাট, ফেরীঘাট ও অন্যান্য)। স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মীর সংখ্যা ৩৬৬ জন। পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কর্মীর সংখ্যা ৪৬৩ জন। স্বেচ্ছাসেবী ( ভলান্টিয়ার) সংখ্যা ৭,৪২৪ জন। মোট ৮,২৫৩ জন।