• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

বরিশাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

প্রকাশের সময় : July 14, 2016, 12:00 am

আপডেট সময় : July 13, 2016 at 10:22 pm

শামীম আহমেদ, বরিশাল : সাম্প্রতিক দেশে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বরিশাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বিশেষ সর্তকর্তা অবলম্বন করা হয়েছে।

তবে জঙ্গি হামলার কোন আশংকা নেই দাবি করে বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বরিশাল বিমান বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি দেশে জঙ্গি হামলার ঘটনায় দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বরিশাল বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

সে অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে সর্তকর্তা অবলম্বন করা হয়েছে। সব বিমানব বন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমান চলাচলে নিরাপত্তার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। দেশের সব অভ্যন্তরীণ বিমান বন্দরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)