মংলা প্রতিনিধি : সরকারের কাছে সাধারণ ক্ষমা চেয়ে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান সুন্দরবনের দুর্র্ধষ বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী। আগামীকাল শুক্রবার সকালে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে বাহিনী প্রধান ইলিয়াছ ও মজনু তাদের সহযোগী ৭ দস্যুদের নিয়ে অস্ত্র-সস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করবেন বলে জানিয়েছেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম।
গত ৩১ মে প্রায় অর্ধশতাধিক (৫২টি) দেশী-বিদেশী অস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ দস্যু। আর দস্যুদের এ আত্মসমর্পন ও স্বাভাবিক জীবনে ফিরেয়ে আনার জন্য দীর্ঘ কয়েক বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন কয়েকজন সংবাদ কর্মী। তাদের আহবানে সাড়া দিয়েই একের পর এক দস্যুরা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করছেন।
র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, সুন্দরবনের বনদস্যু ইলিয়াছ ও মজনু বাহিনী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ইতিমধ্যে তারা তাদের অস্ত্র-গোলাবারুদ র্যাবের কাছে জমা দিয়ে র্যাবের হেফাজতে রয়েছেন। গতকাল বুধবার সকালে মংলা বন্দর কর্তৃপক্ষের বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের মহাপরিচালকের উপস্থিতিতে এ দস্যুদের আত্মসমর্পণের কথা থাকলে তা পরিবর্তন করা হয়েছে। আগামী শুক্রবার পূর্বঘোষিত স্থানেই ইলিয়াছ ও মজনু বাহিনীর ৭ সদস্য ১৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও ২শ রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন র্যাব। এর আগে গত ৩১ মে বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মাস্টারসহ ১০ বনদস্যু প্রায় অর্ধশতাধিক আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গুলি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। শুক্রবার সকালে মংলা বন্দরের বিএফডিসি জেটিতে ইলিয়াছ ও মজনু বাহিনীর ৭ সদস্য ১৭টি অস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যাবের ডিজির কাছে জমা দিয়ে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম। ইলিয়াছ ও মজনুসহ ৭ দস্যু সুন্দরবনে র্যাবের হেফাজতে রয়েছেন।