এল আর বাদল : ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। গুলশানের ঘটনায় ইংল্যান্ড অক্টোবরে ঢাকা সফরে না আসার ইঙ্গিত দেয়ার পর এবার বাংলাদেশের হাই পারফরমেন্স ইউনিটের কোচ অস্ট্রেলিয়ার হেলমট ঢাকা আসতে ভয় পাচ্ছেন। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি অনুকুল হলে ঢাকায় আসবেন, এমন ইঙ্গিত নাকি তিনি বিসিবিকে দিয়ে রেখেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা মনে করছেন, এই কোচ হয়তো আসবেন না।
আগেই ইংল্যান্ড জানিয়েছে, জঙ্গী তৎপরতার কারণে তারা বাংলাদেশের মাটিতে খেলতে চায় না। এই সুরে তাল মিলিয়েছে অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে পরিস্থিতি এতোটাই নাজুক যে, পাকিস্তানের মতো অন্ধকার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা ক্রিকেটারদের হাই পারফরমেন্স (এইচপি) ক্যাম্প। কিন্তু অস্ট্রেলিয়ান কোচ না আসলে বিসিবির এই কর্মসূচি জলে যাবে। বিসিবি অবশ্য বিদেশি কোচদের ব্যাপারে ইতোমধ্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে। মাঠ থেকে বাসা পর্যন্ত হাথুরুসিংহেদের স্পেশাল নিরাপত্তা বাহিনী সঙ্গে দিবে। এইচপি কোচ আসলে তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা থাকবে। বিসিবির প্রধান নির্বাহী নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন, কোচদের জন্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আসা-যাওয়া এবং যেখানে তারা অবস্থান করবেন সেখানও নি:ñিদ্র নিরাপত্তা থাকবে।