• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

‘ব্লিটজ পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে’

প্রকাশের সময় : July 14, 2016, 12:42 am

আপডেট সময় : July 14, 2016 at 12:44 am

Groupনাশরাত আর্শিয়ানা চৌধুরী : ব্লিটজ পত্রিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। তাদের খবরের সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা যে খবর প্রকাশ করে তা সত্য এটা এক বাক্যে বলা যাচ্ছে না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কথিত ইসলামিক স্টেটের বাংলাদেশ প্রধান তামিম চৌধুরী ওরফে শেখ আবু ইব্রাহিম আল হানিফের সঙ্গে গোপন যোগাযোগের বিষয় ফাঁস করেছে ব্লিটজ। এই খবর প্রকাশ করার পরই আমরা এটাকে সত্য বলে ধরে নেবোনা। কারণ আমাদের কাছে এখনও এই ধরনের কোনো সত্যতা মিলেনি। গতকাল বুধবার এই কথাগুলো বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে খবর প্রকাশ করেছেন বলেই সেটা সত্য বলে আমরা ধরে নিবো, বিষয়টা এমন নয়। ওই পত্রিকা বের করে একজন বিতর্কিত ব্যক্তি। ওই ব্যক্তিকে নিয়ে নানা ধরনের কথা রয়েছে। তার কর্মকা- নিয়েও অনেক কথা রয়েছে। এই অবস্থায় ওই খবরের বিষয়ে আমি বেশিকিছু বলতে পারছি না।

এই বিষয়ে এরপরও সত্যতা খতিয়ে দেখা উচিত কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সেটাতো দেখা যেতেই পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এই ব্যাপারে কাজ করেন তাদেরকে সতর্ক থেকেই সব দিকের সোর্স ব্যবহার করে সত্যতা খতিয়ে দেখা দরকার। সত্যতা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর যদি সত্যতা না পাওয়া যায় তাহলেতো ভিন্ন কথা।

তিনি বলেন, এই খবরটি আমার কাছে এসেছে। আমিও শুনেছি। তবে অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছেন। খুব একটা গুরুত্ব দেইনি। সম্পাদনা : পরাগ মাঝি

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)