• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

বরিশালে ব্রিজ ভেঙে ট্রাক খালে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশের সময় : July 15, 2016, 12:00 am

আপডেট সময় : July 14, 2016 at 9:45 pm

শামীম আহমেদ, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার মাগুড়া এলাকায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক খালে পড়েছে। এতে আগৈলঝাড়া উপজেলার সঙ্গে মাদারীপুরের কালকিনি, ভুরঘাটা ও ডাসার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক মাগুড়ার আয়রন স্ট্রাকচার ব্রিজটি অতিক্রমকালে তা ভেঙে খালে পড়ে যায়। এসময় ট্রাকচালক, হেলপার ও শ্রমিকরা লাফিয়ে আত্মরক্ষা করেন।

স্থানীয়রা জানান, ২০০৩ সালে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই সড়কে এলজিইডির অর্থায়নে এক সপ্তাহের মধ্যে তড়িঘড়ি করে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল।

খবর পেয়ে সওজের কার্য সহকারী রুস্তুম মোল্লা ঘটনাস্থলে যান। তিনি জানান, ব্রিজটি তাদের নয়, এলজিইডি বিভাগের। তবে এখন তাদের বিভাগের আওতায় ব্রিজটি নির্মিত হতে পারে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, স্বল্প সময়ে ত্রুটিপূর্ণ নির্মাণ আর ভারি যানবাহন চলাচলের জন্য ব্রিজটি বিধ্বস্ত হয়েছে। এলজিইডি বিভাগ থেকে ওই সময়ে ব্রিজ নির্মাণ করা হলেও এখন সড়কটি সওজের আওতায় হওয়ায় তাদের বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)