• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রকাশের সময় : July 15, 2016, 12:00 am

আপডেট সময় : July 14, 2016 at 9:45 pm

ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার নিহত হয়েছেন ৬ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শহরের মন্দিরপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর ট্রাকের ধাক্কায় চন্দন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।  নিহত চন্দনের বাসা ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া এলাকায়। সদর থানা পুলিশের ওসি মশিউর রহমান সড়ক দুঘর্টনায় নিহতের কথা স্বীকার করেছেন।

মাদারীপুর প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুর সদর উপজেলার কাঠেরপুল নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় আশিষ কুমার ম-ল (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।  নিহত আশিষ স্থানীয় কেডিডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। সদর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় লাকি রানী দাস (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘাগলি-নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত লাকি নারায়ণপুর গ্রামের যতীন্দ্র কুমার দাসের মেয়ে। থানার ওসি আল আমিন জানান, ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, করিমগঞ্জে গুজাদিয়া বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সামছুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সামছুদ্দিন গুজাদিয়া ইউনিয়নের বরকান্দা গ্রামের মৃত তালু মিয়ার ছেলে বলে জানা গেছে। থানার ওসি মো. জাকের রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট প্রতিনিধি জানান, ফকিরের তকেয়া এলাকার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ৮ জন আহত হন। নিহতরা হলেন- ফকিরের তকেয়া গ্রামের বিজয় চন্দ্র (৩৩) ও অমুল্য চাদ (৪৭)। সদর থানা ওসি মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)