• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

গণপিটুনিতে ডাকাত নিহত

প্রকাশের সময় : July 15, 2016, 12:00 am

আপডেট সময় : July 14, 2016 at 9:48 pm

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) : চিরিরবন্দরে গণপিটুনিতে আব্দুল আজিজ ওরফে কালা ডাকাত নিহত হয়েছে। এতে মাহবুব (৩৫) নামে অপর এক ডাকাত আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ডাকাতের বাড়ি চিরিরবন্দরের ১২নং আলোকডিহি ইউনিয়নে। থাকতেন সৈয়দপুরে। পিতা ফয়েজদার রহমান ফজু। তিনিও ডাকাত ছিলেন। দু’বছর আগে নিহত ডাকাত আব্দুল আজিজেজ ভাই কফিল গণপিটুনীতে নিহত হয়।

চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান জানান, ইসবপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার দক্ষিণ নওখৈরই কামারপাড়ায় বৃহস্পতিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় এলাকাবাসী ৪ ডাকাতকে ধাওয়া করে। ২ ডাকাত পালিয়ে গেলেও ২ ডাকাত ধরা পরে।

ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কামারপাড়া এলাকায় একদল ডাকাত রাত ১২টা থেকে ওই এলাকায় অবস্থান করে এতে তাদের উপস্থিতি এলাকাবাসী জানতে পারলে সবাই রাত জেগে পাহাড়া দেয়। পরে চার ডাকাতকে ধাওয়া করলে দুই ডাকাত পালিয়ে যায়। অপর দুই জনকে বিক্ষুব্ধ জনতা গনপিটুনি দিলে একজন ঘটনাস্থলেই মারা যায়।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)