• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

তিস্তার কড়াল গ্রাসে বিলীন ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান

প্রকাশের সময় : July 15, 2016, 12:00 am

আপডেট সময় : July 14, 2016 at 9:48 pm

 

মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর : রংপুরের গঙ্গাচড়ায় অব্যাহত তিস্তার ভাঙনে ঘর-বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। তিস্তার ভাঙন থেকে রক্ষা পেতে খাওয়া দাওয়া বাদ দিয়ে অনেকে তড়িঘরি করে সরিয়ে নিচ্ছে ঘর-বাড়ি, আসবাবপত্র,গবাদি পশুসহ গাছ পালা। আশ্রয় নিচ্ছে বাঁধ কিংবা অন্যের জমিতে। হুমকি আছে মূলবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, আবাদী জমির ফসলসহ শত শত গাছপালা। বেরি বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ৩৫টি বাড়ি তিস্তায় বিলীন হয়। ভাঙন রোধে দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনও করেছে। পানি উন্নয়ন বোর্ড কিছু এলাকায় ভাঙন ঠেকানোর জন্য জিও ব্যাগ ফেলালেও অনেক জায়গায় তা ফেলানো হচ্ছেনা।

জানা যায়, উপজেলার কোলকোন্দের সাউদ পাড়া, চিলাখাল, চর চিলাখাল, আলমবিদিতরের পাইকান হাজীপাড়া, পীরপাড়া, ব্যাংক পাড়া, নোহালীর বাঘঢহরাসহ বিভিন্ন এলাকায় তিস্তার ভাঙন দেখা দেয়। হুমকিতে পড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মুলবাঁধ, ফসলসহ জমি, গাছপালা ও শত শত পরিবার। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সহায়তার দাবি জানিয়েছে। চিলাখাল ও পীরপাড়ায় প্রাথমিক বিদ্যালয় রক্ষার্থে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলাচ্ছে।

এছাড়া অন্য ভাঙনের স্থানে জিও ব্যাগ ফেলানো হচ্ছেনা। ফলে সে সব এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে তিস্তা থেকে মাত্র ১৫ ফুট দুরে সাউদ পাড়া ইসলামিয়া মাদরাসার ৩য় তলা বিশিষ্ট একাডেমিক ভবন কাম ফ্লাট সেল্ডার অবস্থিত। যে কোন সময় ভবনটি তিস্তায় বিলীন হয়ে যেতে পারে। ভাঙন রোধের দাবিতে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী সহিদুর রহমান জানান, ভাঙন কবলিত এলাকা ঘুরে রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)