চট্টগ্রাম প্রতিনিধি : ফটিকছড়িতে মুহাম্মদ বেলাল হোসেন (৫০) নামে চা বাগানের এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ভূজপুর থানা এলাকার একটি চা বাগানে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভূজপুর থানার এসআই হেলাল জানান, শুক্রবার সকালে পুলিশ বেলালের লাশ উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে রেখেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।