নোয়াখালী প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকা-ে দগ্ধ শিশু শাফায়েত হোসেন (১১) ও ফাহিম (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা নেওয়ার পথে শাফায়েতের মৃত্যু হয়। এর আগে রাত ৮টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ফাহিমের মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেলে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাগদা বাজারের একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দোকানে থাকা শিশু ফাহিম ও শাফায়েত হোসেন ছাড়াও একই এলাকার মো. সেলিমের ছেলে কিশোর, আবুল কালামের ছেলে ও দোকানের মালিক মামুন দগ্ধ হয়।
মৃত শাফায়েত হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নূরনবীর ছেলে ও ফাহিম একই এলাকার তরিকুল ইসলামের ছেলে।