• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

বরিশালে জঙ্গিবাদ প্রতিরোধে ঘরে ঘরে পুলিশের ফরম বিতরণ

প্রকাশের সময় : July 16, 2016, 12:00 am

আপডেট সময় : July 15, 2016 at 9:05 pm

শামীম আহমেদ, বরিশাল : জঙ্গীবাদ প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবার মাঠে নেমেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ পুলিশের সদস্যগণ বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে তথ্য ফরম বিতরণ শুরু করেছেন। ইতিমধ্যে বরিশাল মেট্রোপলিটনের ৪ থানার অন্তত হাজারের অধিক ফরম জমা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান। এ ব্যাপারে পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন জানান, জঙ্গীবাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আমরা ভাড়াটিয়া তথ্য ফরম বিতরন শুরু করেছি। পাড়া-মহল্লায় জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠিত হয়েছে। মসজিদে মসজিদে মুসুল্লীদের মধ্যে জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে। সেই সঙ্গে কমিউনিটি পুলিশিং জোড়দার করা হয়েছে।
পুলিশ কমিশনার আরো বলেন, ‘জঙ্গীবাদ প্রতিরোধ পুলিশের শুধু একার নয়, সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা উচিত।
ভাড়াটিয়া ফরম বিতরণে কোতয়ালী পুলিশের দায়িত্বে থাকা এসআই তাহের জানান-আমি অন্তত ২ হাজার পরিবারে কাছে এই ফরম বিতরন করেছি। তবে সকলেই সচেতনভাবে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ইতোমধ্যে অনেকেই ফরম জমা দিয়েছে। নগরীর কাটপট্টি রোডের বাসিন্দা আলেয়া বেগম জানান, তিনি ফরম পেয়েছেন তবে বাড়িতে পুরুষ সদস্য না থাকায় জমা দিতে পারেননি।
তবে অনেকেই এই ফরম না পাওয়ার কথা জানান।
এদিকে কোতয়ালী থানার ওসি আওলাদ হোসেন জানান, সকল এলাকায় ভাড়াটিয়া ফরম প্রদান করা হচ্ছে। এছাড়া স্থানীয়দের সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং এর আয়োজন করা হয়েছে। জঙ্গীবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে সমাজের সকলকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)