• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে পোস্টমাস্টারের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : July 16, 2016, 12:00 am

আপডেট সময় : July 15, 2016 at 9:06 pm

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পোষ্ট অফিসের টাকা আত্মসাতের অভিযোগে পোষ্ট মাস্টারের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন ডাক বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ডাকঘর পরিদর্শক (পটিয়া উপবিভাগ) আবুল কালাম বাদী হয়ে সাব পোষ্ট মাস্টার এহছানুল হক (৩৯) এর বিরুদ্ধে প্রায় ১৫লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলার বিবরণীতে জানা যায়, গ্রাহকের সঞ্চয় ও ডিপিএস এর জমাকৃত টাকা রেজিষ্টার খাতায় না তুলে পোষ্ট মাস্টার নিজে পকেটস্থ করে। ঘটনাটি জানতে পেরে ডাকঘর কর্তৃপক্ষ বিভিন্ন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে অভিযুক্ত পোষ্ট মাস্টারকে ধরে এনে বোয়ালখালী থানা পুলিশের হাতে সোপর্দ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডাকঘর পরিদর্শক আবুল কালাম বাদী হয়ে বোয়ালখালী থানায় প্রতারণার অভিযোগে শাকপুরা ও চরণদ্বীপ এলাকার সাব পোষ্ট মাস্টার এহছানুল হকের বিরুদ্ধে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের দায়ে মামলা রজু করেন।
আটক পোষ্ট মাস্টার এহছানুলকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং দায়েরকৃত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী।

জানান, সে শাকপুরা ও চরণদ্বীপ ইউনিয়নের সাব পোষ্ট মাস্টার হিসেবে কর্মরত অবস্থায় গ্রাহকের সঞ্চয়ের টাকা রেজিষ্টারে না তুলে আত্মসাত করে। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ডাক বিভাগ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত এহছানুল হককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে এবং মামলা দায়ের করেন। মামলা দূর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)