চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একতারপুর গ্রামে সাধু গুরুর আস্তানায় হামলা ও তিন জনকে কুপিয়ে জখম করার ঘটনায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি দায়ের করেন ফকির শহিদুল ইসলাম। মামলায় তিনি উল্লেখ করেন, শনিবার রাত ১২টার দিকে অজ্ঞাত মুখোশধারীরা আস্তানায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেয়। একই সাথে ঘুমন্ত দুই নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে দুই নারীকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে জীবননগর থানা পুলিশ সোমবার ভোরে উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযান চালিয়ে জেহের আলীর ছেলে আরিফুল (২২), শাহাজান আলীর ছেলে শাহেদ (৩০) ও নিয়ামত আলীর ছেলে জামাত আলী (৪০) কে গ্রেফতার করেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, গ্রেফতারকৃত তিনজনকে থানা কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পাদনা : পরাগ মাঝি