এস এম নূর মোহাম্মদ : হাজারীবাগ থেকে না সরানো পর্যন্ত ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণ হিসাব প্রতিদিন ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দিতে বলেছেন আপিল বিভাগ। এ হিসাব অনুযায়ী ১৫৪টি ট্যানারিকে প্রতিদিন মোট ১৫ লাখ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অনুদান হিসাবে এই অর্থের অর্ধেক সরকারকে বাংলাদেশ লিভার ফাউন্ডেশনে জমা দিতে বলা হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে হাইকোর্ট ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জমা দিতে বলেছিল। পরে এর বিরুদ্ধে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান চেম্বার আদালতে আবেদন করে। এতে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। অপরদিকে, রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সম্পাদনা : পরাগ মাঝি