আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে বারবার সন্ত্রাসী হামলা প্রতিহতে সরকার ব্যর্থ দাবি করে এর সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। জনগণের নিরাপত্তায় বর্তমান সরকার যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি।
বিবিসি জানায়, ফরাসি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোলা সারকোজি এ মন্তব্য করেন। এ সময় তিনি জঙ্গিসংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ফ্রান্স থেকে বের করে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জঙ্গিসংশ্লিষ্টদের বিশেষভাবে চিহ্নিত করার কথা বলেন। নিকোলা সারকোজি বলেন, ‘গণতন্ত্রকে অবশ্যই দুর্বল হওয়া চলবে না, এখানে শুধু স্মরণের অবকাশ নেই। গণতন্ত্রে অবশ্যই বলতে হবে, আমরাই যুদ্ধে জিতব।’
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে দাবি ফ্রান্স সরকারের। তবে গত ১৮ মাসে কয়েকটি হামলার পরিপ্রেক্ষিতে সমালোচনার মুখে আছে দেশটির সরকার। সম্পাদনা : ইমরুল শাহেদ