মমিনুল ইসলাম : ফ্রান্সের নিসে বাস্তিল দিবসে ট্রাক হামলাকারী লাহুয়েজ বুহলেলের সাবেক স্ত্রীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গত রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ট্রাক হামলার ঘটনায় রোববার আরও তিন সন্দেহভাজনকে আটক করে কর্তৃপক্ষ। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এদের দুজন আলবেনীয় নারী-পুরুষ।
ধারণা করা হয়, তারা দুজন ৩১ বছর বয়সী চালককে অস্ত্র সরবরাহ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুহলেল ‘আরও অস্ত্র নিয়ে আস’ বলে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছিল এক সঙ্গীকে। রোববার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতের ট্রাক হামলায় এনিয়ে সাতজনকে আটক করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রীকে রোববার সকালে ছেড়ে দেওয়া হয়েছে। নিস শহরে ট্রাক হামলায় ১০ শিশুসহ ৮৪ জন নিহত হয়। এ ঘটনায় দায় স্বীকার করেছে আইএস। বুহলেলের পরিবার ও বন্ধুরা জানিয়েছে সে মানসিক সমস্যাগ্রস্ত ছিল। সম্পাদনা : রাশিদ রিয়াজ