আন্তর্জাতিক ডেস্ক : নিসে লরি হামলার ঘটনার তদন্তে হামলাকারী ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ কোনো ধরনের ‘সন্ত্রাসী নেটওয়ার্কের’ সঙ্গে এখনও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। সোমবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্দ ক্যাজেনুভ একথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা
তিনি ফ্রান্সের আরটিএল রেডিওকে বলেন, একজন ভারসাম্যহীন ও অত্যন্ত সহিংস ব্যক্তি উগ্রবাদী ভাবধারা দ্বারা পরিচালিত হয়ে এই ঘৃণ্য হামলা চালানোর বিষয়টি আমরা বাদ দিতে পারি না। ওই হামলার ঘটনায় ৮৪ জন প্রাণ হারিয়েছে। হামলায় আহত হয়েছে বহুসংখ্যক ব্যক্তি। সম্পাদনা : ইমরুল শাহেদ