আনিসুর রহমান তপন : চক্রান্তকারী ও উস্কানিদাতাদের কর্মকা- যে সবসময় সফল হয় না তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানই এর বাস্তব উদাহরণ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা সারা বিশ্বের চক্রান্তকারীদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস, তারা চাইলে কোনো দেশেরই সেনাবাহিনী বা অন্য কোনো অবৈধ গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে না।
গত নির্বাচনেও অনেক কুচক্রী মহল এবং উস্কানিদাতা বাংলাদেশেও এমন ঘটনার জন্য উস্কানি দিয়েছিল। এ ঘটনা সেসব উস্কানিদাতাদের জন্য শিক্ষা হয়ে থাকবে যে, সেনাবাহিনী দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে (ক্যু) রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যায় না।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। যে কেউ ইচ্ছা করলেই যা খুশি তাই করে এখন আর দেশের মানুষকে ভুল বোঝাতে পারবে না। আর একারণেই তুরস্কে সেনা বিদ্রোহের বিরুদ্ধে প্রকাশ্যে জনগণ রাস্তায় নেমে এসেছে। প্রতিবাদ করেছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম