আজাদ হোসেন সুমন : নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভিসি গিয়াসউদ্দিনসহ ৪ জনকে রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিট। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বেশ কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। জঙ্গিদের সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যোগাযোগ ছিল। গতকাল সোমবার সন্ধ্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তদন্তকারীরা গুলশান হামলা, নর্থ সাউথে সার্বিক চিত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যাদের নাম পেয়েছে তাদের বিরুদ্ধে রাতেই অভিযান পরিচালনার কথা রয়েছে।
উল্লেখ্য, জঙ্গিদের আশ্রয় দেওয়া ও তথ্য গোপন করার অভিযোগে নর্থ সাউথের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিনসহ ৪ জনকে গত শনিবার গ্রেফতার করে পুলিশ। রোববার তাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছেন, গিয়াসউদ্দিনের ভাগ্নে আলম চৌধুরী, মাহবুবুর রহমান ও নুরুল ইসলাম। এরা পরস্পর যোগসাজশে জঙ্গিদের আশ্রয় দেয় এবং তথ্য গোপন করে বলে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে গোয়েন্দারা।
সম্পাদনা : হাসিবুল ফারুক চৌধুরী