
দীপক চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘটনা ঘটলে তদন্তের জন্য সময় দিতে হবে। তদন্ত কি এত তাড়াতাড়ি হয়ে যায়? আমাকে কেন এ প্রশ্ন করছেন? গত রোববার বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে একটি হত্যার তদন্ত সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, কত বছর পর আমি বিচার পেয়েছি। ১৫ আগস্টে আমার বাবা-মা, ভাইকে হত্যা করা হলো। কত বছর পর এর বিচার হয়েছে? আমি কার কাছে এ প্রশ্ন করব? ৩৫টি বছর আমাকে বিচারের অপেক্ষা করতে হয়েছে। আমি তো সব হারিয়েছি। স্বজন হারানোর বেদনা আমি বুঝি। এর ভুক্তভোগী আমি। একটি ঘটনা ঘটলে সঙ্গে-সঙ্গেই সব তথ্য পাওয়া যায় না। তদন্ত চলাকালে সবটুকু বলা যায় না। যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলা হচ্ছে। তদন্তের স্বার্থে সবকিছু বলাও সম্ভব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তদন্তে তাজ্জব হয়ে যাওয়ার মতো তথ্য আসছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা হচ্ছে না।