বিশ্বজিৎ দত্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অক্টোবরে বাংলাদেশ সফরে আসতে পারেন। সুষমা স্বরাজের অফিসিয়াল সূত্রে এ খবর পাওয়া যায়। এবিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আমরা বিষয়টি এখনো জানি না। তবে বছরের কোনো এক সময় তিনি আসবেন বলে আমরা শুনেছি।
সূত্র জানায়, সুষমা স্বরাজের এই বাংলাদেশ সফর ৩ দিনের হতে পারে। অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি সফর করবেন। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় কয়েকটি চুক্তির পর্যালোচনা করবেন। তিস্তা চুক্তির বিষয়েও তিনি সরকারকে নতুন চমক দিতে পারেন। এর বাইরে জঙ্গি ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তিও হতে পারে। দেশের সংখ্যালঘু নেতৃবৃন্দের সঙ্গেও তিনি এসময়ে বৈঠক করবেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনএরাইভাল ভিসা, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তীর্থ ভিসাও এ সময়ে চালু হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে, ছিটমহল বিনিময়, ট্রানজিট, জঙ্গি বিনিময়সহ একাধিক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর হলেও তিস্তা চুক্তির বিষয়টি ঝুলে রয়েছে। যা বাংলাদেশ সবসময় দাবি করে আসছে। ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিটির বিষয়ে আগ্রহী থাকলেও পশ্চিমবঙ্গ সরকার বিষয়টি ঝুলিয়ে রেখেছে। সম্পাদনা : পরাগ মাঝি