আন্তর্জাতিক ডেস্ক : নর্থ কোরিয়া জাপান সাগরে পর পর তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার সামরিক কর্মকর্তারা। মিসাইলগুলো নর্থ কোরিয়ার পশ্চিমের শহর হুয়াংজু থেকে নিক্ষেপ করা হয় বলে জানান সাউথ কোরিয়ার দুই চিফ অব স্টাফ। চ্যানেলআই
সাউথ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো নর্থ কোরিয়ার স্থানীয় সময় ভোর ৫.৪৫ থেকে ৬.৪০ এর মধ্যে পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্র মনে করছে, প্রথম দু’টি ক্ষেপণাস্ত্র ছোট পাল্লার স্কাড মিসাইল ছিল। আর তৃতীয়টি ছিল একটি মাঝারি পাল্লার রোডং মিসাইল। নর্থ কোরিয়ার হুমকি প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া অ্যান্টি-মিসাইল প্রযুক্তি ব্যবহার করার ঘোষণা দেয়ার পরই নতুন এই পরীক্ষাটি চালালো নর্থ কোরিয়া।
নর্থ কোরিয়ার যে কোনো ধরণের নিউক্লিয়ার বা ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি পরীক্ষার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে বহুদিন ধরেই। তা সত্ত্বেও দেশটি একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে বিশ্বনেতাদের।
গত জানুয়ারিতেই দেশটি এর চতুর্থ নিউক্লিয়ার পরীক্ষা চালায়। সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে নর্থ কোরিয়া। এর মধ্যে জুনে ছোড়া মাঝারি পাল্লার কয়েকটি মিসাইল এখন পর্যন্ত সবচেয়ে সফল উৎক্ষেপণ বলে ধারণা করা হচ্ছে। সাউথ কোরিয়া জানায়, নর্থ কোরিয়ায় হওয়া সাম্প্রতিক কর্মকা-ে মনে করা হচ্ছে, শিগগিরই দেশটি তার পঞ্চম নিউক্লিয়ার পরীক্ষাটি করবে।