অরিজিৎ দাস চৌধুরি : জম্মু-কাশ্মীর নিয়ে সবসময়ই নিজেদের বক্তব্য দিতে নারাজ চীন। কিন্তু এবার নিজেদের মৌনতা ত্যাগ করেছে তারা।
চীন কাশ্মীরে হওয়া হিংসা নিয়ে চিন্তু প্রকাশ করার সঙ্গে সঙ্গে আশা প্রকাশ করেছে এই সংশ্লিষ্ট সংগঠন সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলবে। আমাদেরসময় ডটকম
বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা লু কঙ্গ মন্ত্রালয়ের ওয়েবসাইটে লিখেছেন, ‘চীন জম্মু-কাশ্মীরের ঘটনার খবর নিয়েছে। এ্ই হিংসার ফলে মানুষ মারা যাচ্ছে এতে আমরা বেশি চিন্তিত। তবে আমাদের আশা কর্তৃপক্ষ সঠিক পদ্ধতিতে বিষয়টি মিটিয়ে ফেলবে।’
নিজের পোস্টের একটি প্রশ্নের জবাবে তিনি লিখেছেন, কাশ্মীর বরাবরই বিতর্কিত এলাকা। চীন এই বিষয়ে এর আগে কোনো কথা বলেনি। কিন্তু এবার বলতে হল। আশা করি বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে একটি রাস্তা নিশ্চই বেরবে। লুয়ের এই বক্তব্যের পর বিদেশ নীতিও জেনে অবাক। কারন চীন এই বিষয় নিয়ে মাঝে মাঝে নিজেদের বক্তব্য দেয়।