এম রবিউল্লাহ : তাইওয়ানে একটি পর্যটক বাসে আগুন ধরে অন্তত ২৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার তাইওয়ানের তাওইউয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে এই দুর্ঘটনা ঘটে। তাইওয়ানের সরকারি সংবাদ মাধ্যম জানায়, নিতহদের মধ্যে ২৪ জনই চীনা নাগরিক। সিএনএন
এদিকে সিএনএন জানায়, স্থানীয় সময় রাত ১ টায় পর্যটক বাসটিতে দুর্ঘটনা ঘটে। বাসটি বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
তাওইউয়ান শহরের ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মী বাসটির আগুন নেভাতে অংশ নেয়। তারা জানান, আগুন নেভাতে পারলেও তারা যাত্রীদের পোড়া লাশ পেয়েছেন। তাইওয়ান পর্যটন ব্যুরো জানায়, নিহত পর্যটকরা চীনের লিয়ানিং প্রদেশ থেকে এসেছিল।