আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রাজ্যসভার এমপি পদ থেকে পদত্যাগ করেছেন নভজ্যোৎ সিং সিধু। তিনি ছিলেন রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার এমপি। সিধু বিজেপি ছেড়ে আম আদমি পার্টি (এএপি)-তে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি
প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সিধুকে চলতি বছরের এপ্রিলে রাজ্যসভার এমপি হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কিছুদিন আগে আলোচনায় উঠে আসে সিধুর আম আদমি পার্টিতে যোগ দেওয়ার বিষয়টি। আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেখানে ভালো ফল করতে মরিয়া এএপি। তার আগেই আম আদমি পার্টিতে সিধু যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে, ২০০৯ সালে অমৃতসর লোকসভা আসনে জিতলেও ২০১৪ সালে সেখানে অরুণ জেটলিকে প্রার্থী করে বিজেপি। এতে ক্ষুব্ধ হন সিধু। আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর এএপি-তে সিধুর যোগদানের বিষয়ে জল্পনা আরও বাড়ল। অন্যদিকে, সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর পঞ্জাব সরকারের সংসদীয় সচিবের পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, পাঞ্জাব নির্বাচনে আম আদমি পার্টি থেকে মনোনয়ন লাভ করতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সিধু জানান, মানুষ পরিবর্তন চায়। আর এজন্যই তার এই সিদ্ধান্ত। সিধুর পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান গুরদ্বীপ সাপাল।
সিধুর পদত্যাগকে স্বাগত জানিয়েছে আম আদমি পার্টি। দলটি জানিয়েছে সিধু তাদের দলে আসতে চাইলে তাকে বিনা বাক্য ব্যয়ে স্বাগত জানানো হবে।