আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ট্র্যাক এন্ড ফিল্ডের অ্যাথলেটদের ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। এখন ক্রীড়াক্ষেত্রে রাষ্ট্রীয় মদদে মাদক ব্যবহারের অভিযোগ আসার পর বিশ্ব মাদক বিরোধী সংস্থা ওয়াডা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে পুরো রাশিয়া দলকেই নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। আমাদেরসময় ডটকম আর এনিয়ে আজই পরের দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে সামনের মাসে শুরু হতে যাওয়া অলিম্পিকসে রাশিয়াকে আপাতত নিষিদ্ধ করা হতে পারে। সেই সঙ্গে প্যারা অলিম্পিকেও রাশিয়ার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। ওয়াডার এক কমিশন জানিয়েছে, ২০১১ এবং ২০১৫ সালের গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিকে অংশ নেয়া দেশটির অ্যাথলেটদের মূত্র নমুনায় তারা ব্যাপক কারসাজির প্রমাণ পেয়েছেন।
কমিশন বলছে সেক্ষেত্রে মাদকের ব্যবহার নিরুৎসাহিত না করে, বরং রাষ্ট্রীয় মদদে সেটি চালানো হয়েছে।